চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৯ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই মাষ্টারপাড়া একটি আমবাগান থেকে শনিবার মাদক সেবনের দায়ে ৯জনকে আটক করেছে র‌্যাব। আটককৃরা হচ্ছে শহরের আরামবাগ মহল্লার মফিজ উদ্দিনের ছেলে আল আমিন আলী (২৬), নয়ানশুকার শরিফ আহমেদেরে ছেলে সাখাওয়াত আহমেদ (২২) ও এনামুল হক’র ছেলে নাজমুল হক (২২), হুজরাপুর কাজীপাড়ার মৃত দিলীপ কুমারের ছেলে শ্রী সঞ্জয় কুমার (৩৫), বারঘরিয়া ইউপি’র লক্ষীপুরের আব্দুস সালামের ছেলে মাকসুদ জামিল (২৩), রামচন্দ্রপুর (ডিহীর পাড়া)’র মাহাতাব উদ্দিনের ছেলে এনামুল হক (৬০), রামচন্দ্রপুরের তসলিমের ছেলে সানাউল হক (৪৫), শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ডান্টাপাড়ার ইব্রাহিম আলীর ছেলে সোহাগ আলী (২৪), কালিনগর (ইংলিশ মোড়)’র আলফাজ উদ্দিনের ছেলে শহিদ (৩৮)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই মাষ্টারপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মাদকসেবন অবস্থায় ৯জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ ডিসেম্বর, ২০২১