শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ৩টি অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার রাতে পৃথক সময়ে চৌকা বিওপির বৌ বাজার, শিয়ালমারা বিওপির নতুন কবরস্থান এলাকা ও চকপাড়া বিওপি নলডুবি এলাকায় এ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানায়,  ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল রাতে চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌ বাজার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অপরদিকে, শিয়ালমারা বিওপির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল রাত ১১টায় সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের নতুন কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে হয়। এছাড়া, চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে টহল দল রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি হতে পরিত্যক্ত অবস্থায় ৪’শ পিস ইয়াবা উদ্ধার করে।
এ  ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ ডিসেম্বর, ২০২১