বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে জেলা ছাত্রদলের ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করা হয। পরে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে সমাবেশ মিলিত হয়।
দুপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমতিয়াজ এর সভাপতিত্বে সামবেশ বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ, সহ-সভাপতি ইউসুফ রাজা, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম রয়েল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসগর হাসান রোমিও, জলবায়ু বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ, সহ-আইন বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সদর পৌর আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুঃ আল আমিন বিশ্বাস, নাচোল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে বিকালে একই এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
উভয় সমাবেশ থেকে বক্তারা বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৪ ডিসেম্বর, ২০২১
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের পৃথক বিক্ষোভ সমাবেশ