শিবগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড়ের জানে আমলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ।
এ ঘটনায় অটোরিকশার আরো ৩যাত্রী শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সুমন আলী (৪০), দৌলতবাড়ি গ্রামের মালেকের ছেলে খাইরুল ইসলাম (৫৪) ও বিনোদপুর-খাসেরহাট এলাকার জাহিদ আলীর ছেলে সিয়াম (৫) আহত হয়েছে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাচ্ছিল একটি মাইক্রোবাস। এ সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান ঘটনাস্থলে ও জাহাঙ্গীর আলম হাসপাতালে মারা যান। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ ডিসেম্বর, ২০২১