চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকার মৃত গুদর আলীর ছেলে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে পৌঁঁছালে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ ঘটনাস্থলেই নিহত হন। তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়েছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদত/ ০৭ ডিসেম্বর,২০২১
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত