শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ার পরামর্শ রাজশাহী বোর্ড চেয়ারম্যানের


বিদ্যালয়ের নির্ধারিত পাঠগ্রহণের পাশাপাশি সাধারণ জ্ঞানার্জনের ক্ষেত্রে অন্যান্য বইপুস্তক, পত্রপত্রিকা পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মো. হাবিবুর রহমান। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুৃর রহমানকে জানার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
গতকাল শনিবার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় তাকে এই সংবর্ধনা প্রদান করে।
তিনি বলেন- আমি এই নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করে আজ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছি। আমি আশা করি তোমরাও ভবিষ্যতে অনেক বড় হবে, অনেক ভালো জায়গায় চাকরি করবে। দেশের জন্য কাজ করবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ, মনিমুল হক, সাবেক ছাত্র প্রকৌশলী সাদেকুল ইসলাম, রফিক উদ্দিনসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান এবং সঞ্চালনা করেন শিক্ষক সমিত কুমার চট্টোপাধ্যায়।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ডিসেম্বর, ২০২১