শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী মোড় থেকে বৃহস্পতিবার রাতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুরের লক্ষীনারায়ন পুর মহাজনটোলা গ্রামের জোবেদ আলী’র ছেলে আবুল কালাম আজাদ (৩৫)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী মোড়ে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ নভেম্বর, ২০২১