উন্নয়ন করতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: নানক


আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে এমপি নেই আওয়ামীলীগের। ক্ষমতায় কারা? উন্নয়ন করতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আপনারা আগমী ৩০ নভেম্বর সকাল সকাল কেন্দ্র গিয়ে লাইনে দাঁড়া নৌকায় ভোট দিবেন। আমরা যেন সন্ধ্যায় নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কে বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষেরা আপনার উন্নয়নের প্রতি আস্থা রেখে নৌকা প্রতীককে নির্বাচিত করেছে।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানের সমর্থনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নৌকা প্রতীকের বিদ্রোহীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা সভানেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, আওয়ামীলীগে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেনি, তাহলে আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোন জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধিতা করার চরম মূল্য দিতে হবে।
আওয়ামীলীগ সরকারের সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সদর উপজেলার দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়নের সাথে জেলা শহরের সংযোগ করতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে 'শেখ হাসিনা সেতু' উদ্বোধন করেছেন। এমনকি সেতুটি জনগণের কথা ভেবে টোলমুক্ত করা হয়েছে। জেলার মানুষের চিকিৎসার কথা ভেবে প্রধানমন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উপহার দিয়েছেন। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০০ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে। আওয়ামীলীগ সরকার ছাড়া কেউ কোন উন্নয়নকাজ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। 


চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে পথসভার প্রধান বক্তা ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।
পথসভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বনী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ নভেম্বর,২০২১