শিবগঞ্জে ৯ হাজার ৯০ জন কৃষকের মাঝে সার-বীজ বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে  গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে কৃষি প্রশিণ হলরুমে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
২০২১-২০২২ অর্খবছরে, রবি মৌসুমে প্রণোদনার আওতায় ৮৯ দশমিক ৫২ মেট্রিক টন বীজ ও ১০৫ দশমিক ৯০ মেট্রিক টন ডিএপি ও ৮১ দশমিক ৩০ মেট্রিক টন এমওপি বিতরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৯ নভেম্বর, ২০২১