শিবগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় জসিম উদ্দিন(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার(৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পিরোজপুর মোড়ে ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার বালিয়াদিঘী এলাকার পুটুর ছেলে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে বালিয়া দিঘী মোড় রাস্তার পার হচ্ছিল ওই যুবক। এসময় সোনামসজিদ থেকে আসা একটি কার্ভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘ্টনাস্থালেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান স্থানীয়দের সঙ্গে কথা বলে যানা গেছে জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ নভেম্বর, ২০২১