শিবগঞ্জে সেপটিক ট্যাংকি খুড়তে মিললো ধাতব মুদ্রা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নতুন সেপটিক ট্যাংকি নির্মাণের জন্য মাটি খুড়তে গিয়ে মিললো মাটির ব্যাংক ভর্তি ধাতব মুদ্রা। রোববার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, সকালে বাগবাড়ি গ্রামের গাজলুর ছেলে মোহাম্মদ মুসা নিজ বাড়িতে নতুন বাথরুম নির্মাণের জন্য মাটি খনন করছিল। এ সময় কোদালের আঘাতে একটি মাটির ব্যাংক ভেঙে যায়। সে ব্যাংক হতে ১৪৫টি সিলভার ও সোনালী কালারের ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। মুদ্রাগুলোতে উর্দুতে অস্পৃষ্ট করে লিখা আছে। তবে কি লিখা আছে জানাতে পারেনি পুলিশ। শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মুদ্রাগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- পাকিস্তান আমলের এসব মুদ্রা। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, পাকিস্তান আমলে এসব এলাকায় হিন্দুদের বাড়ি ছিল। তারায় মাটিতে মুদ্রাসহ ব্যাংক লুকিয়ে রাখতে পারে। উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৭ নভেম্বর, ২০২১