চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিএন্ডবি ঘাট এলাকায় বাড়ির বাথরুমের বালতির পানিতে ডুবে তিন বছর বয়সী দু’ জমজ শিশুর মৃত্যু হয়েছে। নিহত দু’ শিশু হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার এবাদ আলীর মেয়ে মোসাঃ সাহারা খাতুন ও মোসাঃ সাবা খাতুন।
নিহতের পিতা এবাদ আলী ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সিএন্ডবি ঘাট এলাকার ভাড়াবাড়িতে পরিবারের লোকজন বাড়ির বাইরে থাকার সময় সাহারা ও সাবা বাড়ির বাথরুমে পানি নিয়ে খেলছিল। এসময় বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন বাড়িতে ঢুকে তাদের বাথরুম থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করে।
ওসি মোজাফফর জানান, শিশু দু’টির মরদেহ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে, তিন বছর বয়সী দু’ শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ নভেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে দু’ জমজ শিশুর মৃত্যু