শিবগঞ্জে চুরি হওয়া অটো নাচোল থেকে উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে চুরি হওয়া অটোরিকশা নাচোল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলো- সদর উপজেলার শিবতলা-লইল্যাপাড়া এলাকার জুবায়ের আলী (২৫), শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর শেখপাড়ার সাদ্দাম আলী (২৪) ও একই এলাকার রশিদ আলী (২৭)।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল বাসির জানান, দুলর্ভপুর এলাকা থেকে একটি অটো চুরি হয়।  এরই প্রেেিত অটোরিকশা চালক বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। সোমবার দিবাগত রাতে  উপজেলার দুলর্ভপুর এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের, সাদ্দাম ও রশিদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে নাচোল এলাকা থেকে চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৯ নভেম্বর, ২০২১