চাঁপাইনবাবগঞ্জে ছোটভাই মমিনুল ইসলাম (২৬) কে হত্যার দায়ে বড়ভাই সুফিয়ান হককে (৪০) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমাবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামী অনুপোস্থিতিতে এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী সুফিয়ানের বাড়ি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২০ জুলাই শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মমিনুল ইসলামের বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুফিয়ানের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়ান ধারালো হাসুয়া দিয়ে মমিনুলের গলায় আঘাত করলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক বানী ইসলাইল সুফিয়ানকে অভিযুক্ত করে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ নভেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ছোটভাইকে হত্যার দায়ে বড়ভাইয়ের যাবজ্জীবন