বালুগ্রাম আদর্শ কলেজে নবীনবরন ও বিদায়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বালুগ্রাম আদর্শ কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চয়ারম্যান প্রফেসর তানবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, কবি ও লেখক প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার মীর্জা হোসেন ওয়াজেদ বেগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে উপাধ্যক্ষ ন,স.ম. মাহবুবুর রহমান,ইংরেজী বিভাগের প্রভাষক রোকেয়া খাতুনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ নভেম্বর, ২০২১