চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
পত্রে বলা হয়, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও শৃঙ্খললা পরিপস্থি কার্যকলাপে জড়িত থাকায় আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ নভম্বর, ২০২১