চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটার গানসহ ২ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃরা হচ্ছে শিবগঞ্জের কানসাট কলকলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে ইমরান (২৮) ও গোমস্তাপুরের হরিশাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে মঞ্জুর হোসেন (২৩)।
মঙ্গলবার রাতে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সর্জন জোড়াপাইকর বাসস্ট্যান্ডে ও নাচোল হতে আড্ডাগামী রাস্তার ধানসুরা গ্রামস্থ একটি আম বাগানের পাশ থেকে তাদের অস্ত্রসহ আটক করে।
র‌্যাবের দু’টি পৃথক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নাচোল উপজেলার আড্ডাগামী সড়কের ধানসুরা এলাকার জনৈক বাবর মেম্বারের আম বাগানোর পার্শ্বে অভিযান চালায়। পরে ২টি ওয়ান শুটার গানসহ মঞ্জুর হোসেনকে আটক করা হয়।


এদিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকার জোড়াপাইকড় বাসস্ট্যান্ডে এলাকা থেকে ২টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ইমরানকে আটক করে।
এই দু’টি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল ও নাচোল থানায় পৃথক মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ নভেম্বর, ২০২১