নাচোলে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এমদাদুল হক (৪০) নামের এক জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নাচোল উপজেলার রাজবাড়ী দিঘীপাড়া গ্রামের আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বাবুলের ছেলে সাজ্জাদ (৩৫)। সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, মঙ্গলবার দুপুরে  নাচোল-রাজবাড়ী সড়কের দিঘীপাড়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এমদাদুল হক মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ নভেম্বর, ২০২১