চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল ও জাসদ ছাত্রলীগের মানববন্ধন


জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে জেলা ছাত্রদল ও সরকারি কলেজের সামনে জাসদ ছাত্রলীগ পৃথক ভাবে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
জাসদ ছাত্রলীগের মানববন্ধন কর্মসুচির সময় সমাবেশ চলাকালে পুলিশী বাধার মুখে পড়ে সমাবেশ। পরে জাসদ নেতৃবৃন্দ্বের মধ্যস্থতায় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবুল’র বক্তব্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই মানববন্ধন শেষ।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলে ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বুলবুল, সহ-সভাপতি  নুরুজ্জামান রিপন, সহ-সভাপতি সাদমান সাকিব লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক তানভীর শাকিব, সহ-আইন বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহ-স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন বিশ্বাস।


এদিকে একই সময়  নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পৌর ও সদর উপজেলা জাসদ ছাত্রলীগের  উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ, পৌর জাসদ ছাত্রলীগের সভাপতি আজগার আলী মানিক, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক তসিকুল রেজা খাঁন তনু, জেলা শাখার আর্থ সম্পাদক সাকলাইন মোস্তাক, সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীম বাবু, পৌর জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ।
বক্তারা, দেশব্যাপি হটাৎকরে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধিরোধ করার দাবি জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ নভেম্বর, ২০২১