চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিগঞ্জ ফুলবাগান এলাকার একটি পুকুর থেকে বুধবার মেহেদী হাসান নামের এক চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিগঞ্জ ফুলবাগানের জহির উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ১৬ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার স্বজনরা তাকে খোজাখুজি করে তাকে না পেয়ে সদর থানায় একটি ডায়রি করেন। বুধবার সকালে কালিগঞ্জ ফুলবাগানের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিশুটি পুকুর পাড়ে খেলা করার সময় পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান, ওসি মোজাফফর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ নভেম্বর, ২০২১