গোমস্তাপুরে ২টি ওয়ান শুটারগানসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মিলনচর নামা বটতলা মোড় থেকে বুধবার রাতে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুরের নুনগোলা কেডিসি পাড়ার মৃত জয়নুদ্দিনের ছেলে সাদ্দাম (২৫)।
র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মিলনচর নামা বটতলা মোড়ে অভিযান চালায়। অভিযানে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ সাদ্দামকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ অক্টোবর, ২০২১