চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন> স্বতন্ত্র মেয়র প্রার্থী নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে আবেদন


আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জীবনের নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে আবেদন করেছেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।
বৃহস্পতিবার তিনি জেলা নির্বাচন অফিসারের কাছে তিনি এই আবেদন করেছেন। একই আবেদন  চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেয়া হয়েছে। পৌরসভা নির্বাচনে তিনি জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আবেদনে বলা হয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের ল্েয একজন এসআইসহ চার জন পুলিশ সদস্যের একটি টিম তার নির্বাচনী প্রচরণাসহ অন্যান্য সময় থাকা প্রয়োজন।
এই আবেদনে অভিযোগ করা হয়,  গত ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বাড়িতে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।  এই কারনে আমি  ও আমার সমর্থকরা প্রচারণা চালাতে পারছেননা।
জেলা নির্বাচন অফিসার মোত্তাওকিল বলেন, ‘আমরা তার আবেদনটি পেয়েছি। প্রার্থীর বক্তব্য যাচাই করা হবে। সত্যতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ অক্টোবর, ২০২১