চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে বৃহস্পতিবার মাদক সেবনের দায়ে ১০ জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হচ্ছে সেলিম (৫০), মজি (৪০), সালাহউদ্দিন মুকুল (৬০), মুন্না (৩৫), দুরুল হুদা (৩৬), ইসমাইল হোসেন (২৫), মনসুর রহমান (২৮), সুুমন আলী (৩২), সহুবুল হক (৫৫), আশিক আলী (২০)। আটককৃরা চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের গ্যালারির নিচ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনের দায়ের ১০ জনকে আটক করা হয়। এ সময় ১টি গাঁজা সেবনের মাটির কলকী, ১টি মাদক সেবনের রাংতার তৈরি পেঁচানো পাইপ ও ৪টি গ্যাস লাইট জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপানবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ অক্টোবর, ২০২১
রেহাইচর থেকে মাদক সেবনের দায়ে ১০ জন আটক