শিবগঞ্জ সীমান্তে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে বিজিবির পৃধক দু’টি অভিযানে ৩৪ হাজার ৯শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এই দু’ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। সোমবার রাতে জমিনপুৃর ও মঙ্গলবার দিবাগত রাতে তেলকুপি লম্বা পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।  
৫৯ বিজিবির পৃথক দু’টি প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপির বিওপির নায়েক হাসিম উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৮শ’ গজ বাংলাদেশে অভ্যন্তরে তেলকুপি লম্বা পাড়া নামক স্থানে মালিকবিহীন ২ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে বিজিবির অপর অভিযানে কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/১ এস হতে আনুমানিক ১শ’ গজ বাংলাদেশে অভ্যন্তরে জমিনপুর নামক স্থানে মালিকবিহীন ৩২ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে।
এ দু’টি ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ২০ অক্টোবর, ২০২১