মহানন্দা নদী থেকে ভাসমান এক বৃদ্ধার মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় সুকুমার মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত সুকুমার মন্ডল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর গড়িপাড়া মহল্লার মৃত গোপাল মন্ডলের ছেলে। বুধবার সকালে মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন সিএন্ডবি’র স্মশান ঘাট এলাকার নদীতে থেকে উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সুকুমার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির নিকট নদীতে গোসল করতে নেমে তিনি ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে। সকালে শহরের পুরাতন সিএন্ডবি’র স্মশান ঘাট এলাকার মহানন্দা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় একটি জিডি করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোজাফফর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ অক্টোবর, ২০২১