চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নবাবগঞ্জ টাউন কাব মিলনায়তনে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক ,জেলা স্বাচিপের সভাপতি ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে দলমত নির্বিশেষে মেয়র পদে নৌকার প্রার্থী মোখলেসুর রহমানকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন- রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের উন্নয়নের প্রতীক হচ্ছে নৌকা। কাজেই অন্যকে ভোট দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীকে উন্নয়নবঞ্চিত না করে নৌকায় ভোট দিন। নৌকার প্রার্থী জয়লাভ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যা চাইব তাই পাব। এ সময় তিনি সংসদ সদস্য থাকাকালীন শেখ হাসিনা সেতুসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা