চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন> মেয়র পদে চার প্রার্থীসহ ১৪ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার


আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে বিএনপির ৩ নেতাসহ ৪ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। রবিবার জেলা নির্বাচন কমিশনার মোঃ মোতাওয়াক্কিল রহমানের নিকট মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। মনোনয়ন প্রত্যাহারকারী ৪ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, বিএনপি নেতা শাহনেওয়াজ খান সিনা ও মাওলানা আব্দুল মতিন। এছাড়াও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি প্রার্থী ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
অপর দিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল।
এদিকে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে কেউ প্রত্যাহার না করলেও সাধারণ কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রত্যাহার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, বর্তমানে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং সংরক্ষিত আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।   
আগামী দুই নভেম্বর ইভিএমে অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচনে ৯ প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাইবাছাই এ এক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। আর চার প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ভোটের মাঠে থাকলেন চার প্রার্থী। আজ সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর এর পরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ অক্টোবর, ২০২১