চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে ফকিরপাড়া ঈদগাহে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, জেলা শ্রমিক জোটের আহবায়ক সাজেমান হক, ছাত্রলীগ (জাসদ)’র কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ (জাসদ)’র জেলা সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম তনু, পৌর ছাত্রলীগ (জাসদ)’র সভাপতি আসগর আলী মানিক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল হক, সদস্য বাবর আলী, সদর উপজেলার সভাপতি শরীফ হোসেন ও সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুরসহ জাসদের জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। সভায় সঞ্চালনা করেন, যুব মহিলা জোটের নেত্রী কমলা।
সভায় বক্তারা দেশকে দূর্ণীতিমুক্ত করতে এবং জবাবদিহিমুলক জনগণের সরকার প্রতিষ্ঠার ল্েয জনগণকে জাসদের পতাকাতলে আসার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত