চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ২৮ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকা থেকে রবিবার মাদক সেবনের দায়ে ২৮ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃরা হচ্ছে গোবরাতলা ইউপি’র মহিপুরের মোঃ মজনু (৫৮), সরজন শ্রী সুবত (৩৫), মোঃ ওয়াসিম (৩০), মোঃ তৌহিদুল ইসলাম (৩৫), দিয়ার ধাইনগরের মোঃ সোহেল রানা (২৫), দেবীনগরের মোঃ শরিফ (৩০), ছোবাহান নগর কলণীর মোঃ সাগর (২৪), বোয়ালিয়ার মোঃ মনিরুল (৫০), দলদলির মোঃ আমিরুল ইসলাম (৩৮), ষ্টেশন এবি পাড়ার মোঃ ইউসুফ আলী (৩৮), নুনগোলা বাসস্ট্যান্ড এর মোঃ মানিক (৩৫), রহনপুর পুরাতন বাজারের মোঃ বাবু (৪২), উদয় নগরের মোঃ লালন (৪০), বাগবাড়ী ইসলামপুরের আঃ কাদের (৩৫), নুনগোনা কেডিসি পাড়ার মোঃ করিম (৪০) ও মোঃ আনোয়ার হোসেন (৪০), টুলিপাড়ার মোঃ উজ্জল (২৩), হোগলা কালিতলার শ্রী তপেন্দার (৩০), মোঃ জাবেদ আলী (২৪), মোঃ আলমগীর (২৩), হুগলা বাসস্ট্যান্ড এর মোঃ রানা (২৬), মোঃ আনজার আলী (৪০), মোঃ জসিম (২৫), মোঃ রবিউল ইসলাম (৩২), প্রসাদপুর কাঠিয়ার পাড়ার মোঃ আলমগীর (৩২), খয়রাবাদের মোঃ সেলিম আলী (২৮), কাঞ্চনতলার মোঃ ফিরোজ (২৫), পুরবাজারপাড়ার মোঃ টিটোন (৩৭)।
র‌্যাব এক প্রেস নোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভাধীন নুনগোলা কেডিসিপাড়া গ্রামের একটি আমের আড়ৎ ঘরের ভিতর ও আড়তের পিছনে অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবন করা অবস্থায় ২৮ জনকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ অক্টোবর, ২০২১