শিবগঞ্জে পুলিশিং ডে পালিত


‘‘মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত হয়েছে। এ উপলে শনিবার সকালে শিবগঞ্জ থানার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম। এতে অন্যদের বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, কমিউনিটি  পুলিশিংয়ের সদস্য সচিব অধ্যাপক আবদুর রাজিব রাজু, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিজভী আলম রানা, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০ অক্টোবর, ২০২১