চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত


"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে  সামনে রেখে শনিবার চাপাইনবাবগঞ্জে  কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলে চাঁপাইনবাবগঞ্জের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে টাউন কাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা পুলিশের আয়োজনে ও পুলিশ সুপার আব্দুর রকিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, ডাঃ গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ অক্টোবর, ২০২১