চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন> ভোট গ্রহণনের মাত্র ৬ আগে নির্বাচন স্থগিত ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের মাত্র ৬ দিন আগে নির্বাচন কমিশন পৌর নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ভোট গ্রহণের কথা ছিল।
পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, উচ্চ আদালতে গত ২৩ সেপ্টেম্বর রিট পিটিশন নম্বর ৫৫২৯/২০২১ এর আদেশের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন। এই কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীসহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ১৫টি ওয়ার্ডে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২১