গোমস্তাপুরে ৩টি ওয়ান শুটারগানসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকা থেকে ৩টি ওয়ান শুটারগানসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তারপুর উপজেলার জগৎ গ্রামের আব্দুল লতিফের ছেলে মিঠন মিয়া (২৪)।
র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর উপজেলার বংপুরস্থ মুসা মার্চেন্ট মুরগীর ফার্মের সামনে অভিযান চালায়। এ সময় ৩টি ওয়ান শুটারগানসহ মিঠন মিয়াকে আটক করা হয়।
 এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ অক্টোবর,২০২১