চাঁপাইনবাবগঞ্জে অটো চাপায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ধান ভর্তি অটোরিক্সর চাকায় পিষ্ট হয়ে আহম্মদুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহম্মদুল্লাহ ইসলামপুর ইউনিয়নের তের-রশিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে শিশুটি রাস্তা পার হওয়ার সময় ধান ভর্তি অটো তাকে ধাক্কা দেয়। পরে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে যায়। এবং অটোর চাকার নিচে পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়। ওসি আরও জানান, স্থানীয়রা অটোরিক্সা ও ড্রাইভারকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ অক্টোবর,২০২১