গোমস্তাপুরে মাদক সেবনের দায়ে ২০ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুলতলা এলাকার একটি আম বাগান থেকে শনিবার মাদক সেবন করার দায়ে ২০ জনকে আটক করেছে র‌্যাব।
আটককৃত মাদক সেবকরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তপুর গ্রামের মোঃ মোকলেছ (৩৬), ছোট দাদপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম (২৩), কাজীগ্রামের  মোঃ সেলিম রেজা (৩২), পুরাতন বাজারের মোঃ সোহাগ আলী (৩৬), মরিচাডাঙ্গার মোঃ সেকেন্দার আলী (৪০), একই গ্রামের মোঃ জসিম উদ্দিন (৩২), নুনগোলা কেডিসিপাড়ার মোঃ আব্দুস সাত্তার (৬২), একই এলাকার মোঃ লাল চাঁদ আলী (২৬), নুনগলা বাসস্ট্যান্ডের মোঃ রজব আলী (২৬), মুক্তাছানহলপাড়ার মোঃ শরিফুল ইসলাম (৫৫), একই গ্রামের মাঃ রাহিম (২৫), শ্রী অজিত কুমার (৫৫), শ্রীকান্দন গ্রামের মোঃ জামিরুল ইসলাম (৪৫), ঘোসালপাড়ার মোঃ ডালিম (৩০), বেগমনগর গ্রামের মোঃ মোশারফ হোসেন (৪৫), আলীনগর গ্রামের মোঃ পলাশ (২৫), নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের কুন্দন গ্রামের মোঃ ফয়জুল ইসলাম (২৩), কাঁঠাল চাঁনপুর সাইকাদীঘির মোঃ লিটন আলী (২১), নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সাঁকোপাড়ার মোঃ জামাল উদ্দিন (৩৮) ও ভোলাহাট উপজেলার বজরাটেক রাধানগর গ্রামের মোঃ মানিক (৩৬)।
র‌্যাব এক প্রেস নোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোমস্তাপুর  উপজেলার  রহনপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের মনতোষ চক্রবর্তীর ভাটির পিছনে আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে ২০ জন মাদকসেবীকে আটক করে। এ সময়  গাঁজা ও দেশীয় মদসহ সেবনের উপকরণ জব্দ করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ অক্টোবর,২০২১