শিবগঞ্জে ২টি অস্ত্র ও ম্যাগাজিনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিকারপুর টোলবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাটের জামবাড়িয়া গ্রামের নবীর ছেলে মিঠুন আলী (২৫)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জের শিকারপুর টোলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার দক্ষিণ পার্শ্বে এলাকায় অভিডান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মিঠুনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ অক্টোবর, ২০২১