শিবগঞ্জ সীমান্তে ২১টি ভারতীয় মোবাইল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এলাকা থেকে ২১টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ আনোয়ার আলী’র নেতৃত্বে সীমান্ত পিলার ১৭৯/৩-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কবিরাটোলা নামক স্থান হতে মালিকবিহীন ২১টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য-৪ লক্ষ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইল ফোন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ অক্টোবর, ২০২১