ভোলাহাটে মহানন্দা নদীতে ভারত থেকে ভেসে আসা শিশুর লাশ বিএসএফ’র কাছে হস্তান্তর


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদী থেকে পাওয়া ভারতীয় এক শিশু মরদেহ দুই দিন পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় সোয়া ৭টার দিকে বিজিবি মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করে।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গত ৬ সেপ্টেম্বর সোমবার রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৭-এস এর বিপরীতে ভারতের ৪৪ ব্যাটালিয়ন বিএসএফের মনষামাথা ক্যাম্পের আইএনটি মোবাইল ফোনের মাধ্যমে জেকে পোলাডাংগা কোম্পানি কমান্ডারকে জানান, ভারতের অভ্যন্তরে মহানন্দা নদীতে ১০-১২ বছরের ১টি ছেলে নিখোঁজ হয়েছে। ছেলেটির কোনো সন্ধান পেলে আমাদেরকে জানাবেন। কোম্পানি কমান্ডার তাৎণিক স্থানীয় মেম্বারকে বিষয়টি জানালে মেম্বার বলেন, ভোলাহাট থানায় নদীতে একটি লাশ রয়েছে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লাশের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, সীমান্ত পিলার ২০২ মেইন হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পীরগাছি নামক স্থানে নদীতে গত সোমবার লাশটি পাওয়া যায়। লাশটি পোস্টমর্টেম শেষে সীমান্ত পিলার ২০১/৩৯-এস এর নিকট দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফের নিকট হস্তান্তর হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ সেপ্টেম্বর, ২০২১

,