চাঁপাইনবাবগঞ্জে ২টি বেকারীকে জরিমানা


চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে র‌্যাবের অভিযানে ২টি বেকারীকে জরিমানা করা হয়েছে। জরিমানা করা প্রতিষ্ঠান ২টি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কলেজমোড় এলাকার সালমা বেকারী এবং ভাই ভাই বেকারী। মঙ্গলবার দুপুরে ২টি বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।    
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী ও  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন এর উপস্থিতিত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আমনুরা কলেজ মোড় এলাকায় সালমা বেকারী এবং ভাই ভাই ব্যাকারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আমনুরা কলেজপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ গুমানী (৩৭) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর আসামী আমনুরার আমির উদ্দিন মন্ডলের ছেলে রায়হান মন্ডলকে(৫০) শুধু ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দুজনের অর্থদন্ডের টাকা আদায় করা হয়েছে। জরিমানাকৃত টাকা ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সরকারী কোষাগারে জমা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ সেপ্টেম্বর, ২০২১