শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুর এলাকায় ইটভর্তি ট্রলি-মাহিন্দ্রা গাড়ির মুখোমুখী সংঘর্ষে হানিফ আলী (৩০) নামে এক মাছচাষী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মহদিপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছ চাষী হচ্ছে- শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের বারো রশিয়া গ্রামের সাইদুলের ছেলে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বেলা পৌনে ১টার দিকে মাহিন্দ্রা গাড়ি যোগে হানিফ ও তার চাচা মাছ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভতি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ট্রলি ও চালককে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ সেপ্টেম্বর,২০২১