চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন করোনা ভাইরাস সংক্রমণের হার কম থাকলেও মঙ্গলবার নতুন করে ২৪ জন শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল আরটি পিসিআর ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় এই শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে জেলার সদর উপজেলার ২২ জন ও ভোলাহাট উপজেলার ২ জন রয়েছেন।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ১২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৪ জনের দেহে। এই নতুন শনাক্ত ২৪ জন নিয়ে জেলায় এপর্যন্ত ৫ হাজার ৭শ’ ৯২ শনাক্ত হলেন। আর সূস্থ হয়েছেন ৫ হাজার ৪শ’ ৮৮ জন। তিনি আরো জানান, করোনার শুরু থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ১শ’ ৫৪ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ সেপ্টেম্বর, ২০২১