চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ে সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ইন্সিটিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কনিষ্ঠ প্রশিক শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ সেপ্টেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা