চাঁপাইনবাবগঞ্জের অটোরিকশার ধাক্কায় নিহা খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শিবগঞ্জে উপজেলার মনাকষা-খাসেরহাট সড়কের বনকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত
নিহা মনাকষা ইউনিয়নের বনকুল গ্রামের সুলতান আলীর মেয়ে।
প্রত্যদর্শীরা জানায়, খাসেরহাট থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা দুপুরে বনকুল এলাকায় পৌঁছায়। এ সময় রাস্তা পার হচ্ছিল নিহা খাতুন। এতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়া পথে মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ সেপ্টেম্বর,২০২১
শিবগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত