৪ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন


ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছরের মেয়াদ থেকে ৩ বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, প্রকৌশলীসহ পেশাজীবিরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহবায়ক মেহেদী খান, সদস্য সচিব ফিরোজ হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, চাঁপাইনবাবগঞ্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের যুগ্ন-আহবায়ক মাহবুবুল রহমান, শফিকুল ইসলাম, যুগ্ন-সদস্য সচিব রকিবুল ইসলাম।
সমাবেশে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিবর্তনের উদ্যোগ বন্ধ ও শিক্ষক সংকট দূর করনের দাবিসহ ৪ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে চার মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ সেপ্টেম্বর, ২০২১