চাঁপাইনবাবগঞ্জ তহা বাজার মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন তহা বাজারে ৪তলা ভিত্তি বিশিষ্ট ১ তলা মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলাম।
পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী, পৌরসভার সচিব মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর আব্দুল বারেক, এনামুল হক, আফজাল হোসেন পিন্টু।
১তলা বিশিষ্ট মার্কেট ভবন নির্মাণে কাজের ব্যায় হবে ৫৩ ল ১৯ হাজার ৩৬৬ টাকা। মার্কেট ভবনে মোট ২৩টি দোকান ঘর নির্মাণ করা হবে। এরই মধ্যে মার্কেট নির্মাণ কাজের জন্য পৌরসভার সাথে চুক্তিবদ্ধ হয়েছে মোঃ আব্দুল জলিলের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স উদয় এন্টারপ্রাইজ’। নির্মাণ কাজ আগামী বছরের ২৮ এপ্রিলের মধ্যে শেষ হবে বলে জানায় পৌরসভা কর্তৃপ। উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই প্রায় ২’শ বছরের পুরনো পৌরসভার এ তহা বাজার মার্কেটটি ভয়াবহ আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। ফলে নিঃস্ব হয়ে পড়ে এ মার্কেটের প্রায় ৩০জন দোকান মালিক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ সেপ্টেম্বর,২০২১