চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন, ইয়াবা, বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক ৩টি অভিযানে ৩ কেজি হেরোইন, ৫ হাজার ৫ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন  ও ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার বিকালে বিজিবির পৃথক ৩টি অভিযান চালিয়ে এই সব উদ্ধার করে।
৫৯ বিজিবি জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল  মো. আমীর হোসেন মোল্লা, উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সীমান্ত পিলার ১৭৮/৩-এস এর শিবগঞ্জে কিরণগঞ্জ সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধরতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে দ্রæত ভারত অভিমুখে পালিয়ে যায়। ওই এলাকায় ব্যাপক তল্লাশী করে ৩ কেজি হেরোইন, ৫ হাজার ৫ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
এদিকে বিজিবি’র অপর অভিযানে খাসের হাটে ১৬টি মোবাইল ফোন ও জমিনপুর নামক স্থান থেকে আরো ১০টি  মোবাইল ফোন মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
আটককৃত হেরোইন, ইয়াবা, মোবাইল ফোন, পিস্তল, গুলি এবং ম্যাগাজিন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ সেপ্টেম্বর, ২০২১