চাঁপাইনবাবগঞ্জ কৃষি পণ্য উৎপাদক ও সরবরাহকারী সমিতির আত্মপ্রকাশ


চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছেন স্থানীয় কৃষি পণ্য উৎপাদনকারীরা। মঙ্গলবার দুপুরে শহরের একটি হোটেলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি পণ্য উৎপাদক ও সরবরাহকারীদের নিয়ে গঠিত ‘কৃষি পণ্য উৎপাদক ও সরবরাহকারী সমিতির আত্মপ্রকাশ আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি পণ্য উৎপাদক ও সরবরাহকারী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু বকর সিদ্দীকি। এতে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরে আলম মানিক, সহ সভাপতি শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা সুমন।
সভায় জানানো হয়, করোনাকালে সরকার কৃষি প্রণোদনা দেয়ার ঘোষণা দিলেও চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষি খামারী ও কৃষি পণ্য উৎপাদনকারী তা পায়নি। ফলে বর্তমানে কৃষি পণ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের বেতন দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সভায় চাঁপাইনবাবগঞ্জের কৃষিখাতকে এগিয়ে নিয়ে যেতে সরকারি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়ারও দাবি জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ আগস্ট, ২০২১