ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি হাট এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), মহসীনের ছেলে লাল্টু মিয়া, ইউসুফ আলীর ছেলে আব্দুল জাব্বার (২২) ও  আব্দুল শুকুর আলীর ছেলে মোখলেসুর রহমান (৪৮)।  
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এদিকে বুধবার দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জিয়া চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন নামে এক ডাকাতকে শনাক্ত করেছে আহত বাসের একজন হেলপার। এছাড়াও গ্রেফতারকৃত অপর তিনজন ডাকাতির কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা তিনজন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। অন্য ডাকাতদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সোমবার রাত ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কে ফলিমারী বিল কাছে  ৩টি বাসসহ বেশকিছু যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৭ লাখ ৯২ হাজার ৯’শ  টাকা, ১৬টি মোবাইল সেট ও ৬ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ আগস্ট, ২০২১