ভোলাহাটে নিখোঁজের ৩ দিনপর যুবকের ভাসমান লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ৩ দিনপর রাকিবুল (৩৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে দলদলি ইউনিয়নের মুশরীভুজা  গ্রামের ঝনঝনি খালে রাকিবের ভাসমান উদ্ধার করে। রাকিব ওই গ্রামেরই মনসুর আলীর ছেলে।
ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১৯’আগষ্ট) তারিখ রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেন নি রাকিব। এতে পরিবারের পে পরদিন শুক্রবার (২০আগষ্ট) থানায় নিখোঁজ ডায়রী করা হয়। এরপর রোববার দুপুরে রাকিবের মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, মরদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া উদ্ধারের সময় মরদেহের কোমরে বাধা ইটবোঝাই একটি ব্যাগ পাওয়া যায়। এছাড়া তাকে গলায় শ্বাসরোধে হত্যারও চিহ্ন পাওয়া গেছে।
পরিদর্শক আনোয়ার আরও বলেন, রাকিবকে কে বা কারা ও কেন হত্যা করল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে পরকীয়া প্রেমের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপাওে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট, ২০২১