বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান নেসকো কর্তৃক বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ ও প্রত্যেক এলাকায় গণশুনানীর দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহয়বায়ক সৈয়দ আহম্মেদ বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সিপিবি নেতা এ্যাড. সাইদুল ইসলাম, জাসদ নেতা আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ ।
সমাবেশে বক্তারা বলেন, স্মার্ট প্রি পেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা অসুবিধা সর্ম্পকে স্থানীয় নেসকো কর্তৃপক্ষ জনপ্রতিনিধি এবং জনগনের সঙ্গে কোন পরামর্শ ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে প্রি পেমেন্ট মিটার প্রতিস্থাপনে বলপ্রয়োগ করছেন। বক্তারা মিটার প্রতিস্থাপনের আগে গণশুনানীর দাবি জানান।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ আগস্ট, ২০২১
বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন